Amar Books 24| গল্পটা প্রত্যাশার প্রেমের গল্প
আমার বিএফ কে আমি এতোই ভালোবাসতাম যে তার জন্য বোকার মতো অনেক কিছুই করে গেছি। অতিরিক্ত ভালোবাসার কারনে আজ সে আমার প্রাক্তন।
১ম ঘটনাঃ আগে আমার চুল গুলো একটু উসকো খুসকো ছিলো। আর অনেক কারলি আর কম ছিলো। একদিন সে হটাত করে আমাকে বলে আমার চুল গুলো তার পছন্দ না। ভালো লাগে না। আমি তখন ক্লাস টেনে পড়ি। তার কথা শুনে ভীষণ ভাবে মন খারাপ হয়ে গেলো আমার। সে মাঝে মাঝে বলত তুমি ন্যারা করো, ন্যাচারাল সুন্দর চুল হবে। অতঃপর এসএসসি দেওয়ার পর নিজের সব চুল কেটে ফেলি আমি। ন্যারা করে ফেলি। আমি কি ভেবে ওইটা করছিলাম আমি জানি না কিন্তু এখন ভাবলে অনেক হাসি পায়।
১ম ঘটনাঃ আগে আমার চুল গুলো একটু উসকো খুসকো ছিলো। আর অনেক কারলি আর কম ছিলো। একদিন সে হটাত করে আমাকে বলে আমার চুল গুলো তার পছন্দ না। ভালো লাগে না। আমি তখন ক্লাস টেনে পড়ি। তার কথা শুনে ভীষণ ভাবে মন খারাপ হয়ে গেলো আমার। সে মাঝে মাঝে বলত তুমি ন্যারা করো, ন্যাচারাল সুন্দর চুল হবে। অতঃপর এসএসসি দেওয়ার পর নিজের সব চুল কেটে ফেলি আমি। ন্যারা করে ফেলি। আমি কি ভেবে ওইটা করছিলাম আমি জানি না কিন্তু এখন ভাবলে অনেক হাসি পায়।
Post a Comment
0 Comments